ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
মূলঘর ইউপির এড়েন্দা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়াড়ী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-১৯ ১৫:০৪:৫৯

পবিত্র মাহে রমজানের সাতাশের রাতে জুয়া খেলার সময় সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামের শফিকুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ৫ জন জুয়াড়ীকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
  গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত মোসলেম খাঁ ছেলে মোক্তার খাঁ(৫৩), মাইনুদ্দিন গাজীর ছেলে শহিদুল ইসলাম(৪২), মৃত নিমাই ফকিরের ছেলে ইউনুচ ফকির(৫২), মৃত আত্তাব উদ্দিন খানের ছেলে মোয়াজ্জেম খান(৫৪) ও মৃত তেরেজ মন্ডলের ছেলে শফিকুল ইসলাম(৫০)। 
  রাজবাড়ী ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ই এপ্রিল পবিত্র লাইলাতুল কদরের রাতে উল্লেখিতরা মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামের শফিকুল ইসলামের মুদি দোকানের সামনে আসর বসিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি’র একটি দল। এ সময় জুয়ার আসর থেকে ৯৩০ টাকা ও ২ বান্ডিল তাস জব্দ করাসহ তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। 
  এ বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ