ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ঈদ উপলক্ষে বসন্তপুরে আইভিএফ’র উদ্যোগে অসহায় খাদ্য সামগ্রী বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-২০ ১৭:২৬:৫১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল ২০শে এপ্রিল বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজারে ২শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (আইভিএফ)। 
  খাদ্য সামগ্রী বিতরণকালে আইভিএফ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম শাওন, সমন্বয়ক শরিফ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সভাপতি মোঃ আব্দুস ছালাম শেখ, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আহাদুল ইসলাম মিয়া রতন ও সদস্য মোঃ জালাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  আইভিএফ-এর সমন্বয়ক শরিফ উদ্দিন আহম্মেদ বলেন, পবিত্র ঈদুুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১৪টি গ্রামের ২শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে। যাতে এসব মানুষের মুখে একটু হাসি ফোটে। আইভিএফ সেই কাজটি করে যাচ্ছে।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ