ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দির বহরপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে পেঁয়াজের আড়তে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-০৬ ১৪:৩২:৩০
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযান পরিচালনা করে -মাতৃকণ্ঠ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
  অভিযানকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও ওজনে কম দেয়ার দায়ে ১জন পেঁয়াজ আড়তদারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায় ১২হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে মতবিনিময়
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বর্ণাঢ্য অনুষ্ঠান
সর্বশেষ সংবাদ