রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দায় গত ২৩শে এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ(২৮) নিহতের ঘটনায় গত ২৫শে এপ্রিল বিকালে তার পিতা শামসুল আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গত ২৫শে এপ্রিল বিকালে নিহত সবুজের পিতা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ওইদিন রাতে অভিযান চালিয়ে পুলিশ গোলাম মোস্তফা নামে একজনকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার দিরাজ আলী শেখের ছেলে। তাকে হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল ২৬শে এপ্রিল দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়।
উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছাত্রলীগ নেতা সবুজের বাড়ীর জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি করলে সবুজ গুলিবিদ্ধ হয়। এর দুই ঘন্টা পরে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সবুজ মারা যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ সজীব শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত সবুজের চাচা শেখ ফরিদ জানান, সবুজ ঘটনার আগে রাত সাড়ে ৯টার সময় উড়াকান্দা পদ্মা নদীর পাড়ে অবস্থিত গল্পগৃহ রিসোর্ট থেকে বাড়িতে এসে বন্ধুদের নিয়ে ঘরের মধ্যে হিসেব করছিল। এমন সময় প্রথমে বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এতে সবুজের মাথায় কয়েকটি গুলি লাগে। সাথে সাথে তাকে উদ্ধার রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক ফরিদপুরে রেফার করে। পরে ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরে পথেই তার মৃত্যু হয়।
গত ২৪শে এপ্রিল বাদ এশা বরাট ইউনিয়নের উড়াকান্দা ফুটবল মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সমুন সবুজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উড়াকান্দা রাধাকান্তপুর কবরস্থানে দাফন করা হয়। উড়াকান্দার রাধাকান্তপুর মসজিদের ইমাম জানাযাতে ইমামতি করেন।
জানাযাতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সবুজের চাচা শেখ মোঃ ফরিদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
এদিকে সবুজের বাড়ীর পাশের একটি বালুর চাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ৩০/৩৫ জনের এক দল মানুষ পদ্মা নদীর দিক থেকে বেড়িবাঁধ পার হয়ে সবুজের বাড়ীর সামনে আসে। কিছু সময় পরে হামলাকারীরাও একই পথ দিয়ে বেড়িবাঁধের ওপর আসে। অল্প সময়ের জন্য সেখানে একটা জটলা তৈরি হয়। এরপর পায়ে হেঁটে হামলাকারীরা পদ্মা নদীর দিকে চলে যায়।
এ বিষয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তদন্তের স্বার্থে হত্যাকান্ড সম্পর্কে কোন মন্তব্য করা যাচ্ছে না। তবে ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পেয়েছে বলে তিনি জানান।