ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দৌলতদিয়ায় ক্ষেতে উস্তে তুলতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৪-২৭ ১৫:৪৬:২৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধাপাড়ায় ক্ষেত থেকে উস্তে তুলতে গিয়ে গতকাল ২৭শে এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে সাইদুল মৃধা(৩২) নামের এক কৃষক নিহত হয়েছে। সে মৃধা ওই গ্রামের জামাল মৃধার ছেলে।
  স্থানীয় চাষী মোহাম্মদ আলী বলেন, সাইদুলসহ আমরা ৫-৬ জন নিজেদের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে আমরা দৌড়ে বাড়ীর দিকে রওয়ানা দেই। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম, ইউসুফসহ ৪জন তখনও মাঠে উস্তে তুলছিল। এ সময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতটি সাইদুলের গায়ে লাগলে তার কান ও নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথিমধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ