ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা উপজেলায় বিল নার্সারী কর্মসূচিতে মৎস্য উপকরণ বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-২৭ ১৫:৪৭:২৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২৭শে এপ্রিল ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী কর্মসূচিতে ২টি বিল নার্সারীর জন্য মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
  পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমদ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
  জানা যায়, সরিষা ইউপির বিলজালিয়া বিল ও পাট্টা ইউপির পাট্টা বদনাগাড়া বিলে দু’টি বিল নার্সারী কর্মসূচির জন্য সরিষার খৈল, টিএসপি সার, ইউরিয়া সার, নার্সারী পাউডার, চুন ও সুমিথিন প্রদান করা হয়। আগামী শনিবার উল্লেখিত বিল নার্সারীতে মাছের রেণু দেওয়া হবে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ