ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-২৭ ১৫:৪৯:২১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৭শে এপ্রিল উপজেলা শিল্পকলা অডিটোরিয়ামে ২০২৩ সালের এসএসসি, এসএসসি(ভোকেশনাল) ও  দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র সচিব, কক্ষ প্রত্যবেক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাঃ আবু মুসা আশয়ারী, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সফুরা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস ও কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শামসুল আলম।
  সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার ও প্রত্যবেক্ষকদের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরীক্ষা সংশ্লিষ্টরা ব্যতীত কেন্দ্রে কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে কারো বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।
  একই অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বক্করকে গ্রাচুইটির চেক প্রদান করা হয়। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ