ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় কৃষকের ক্ষেতে লাগানো আখ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা
  • শামীম হোসেন
  • ২০২৩-০৪-৩০ ১৬:২১:৪৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামে গত ২৯শে এপ্রিল ভোরে শত্রুতার জের ধরে আব্দুল মালেক সরদার(৪০) নামের এক কৃষকের ক্ষেতে লাগানো আখ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

 এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে। আব্দুল মালেক সরদার পাটিকাবাড়ী গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।
  ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক সরদার জানান, বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মৌজার ২০ শতাংশ জমি লিজ নিয়ে তিনি আখ চাষ করেছিলেন। গত ২৯শে এপ্রিল কে বা কারা প্রায় তিন শতাংশ পরিমান জমির আঁখ কেটে বিনষ্ট করে। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও তার একটি কলা বাগান কেটে নষ্ট করে দুর্বৃত্তরা।
  পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী কৃষকের প্রায় তিন শতাংশ জমির আখ কেটে ফেলা হয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক, যারা এই কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।
  পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ