ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় এসএসসি-দাখিল পরীক্ষার ১ম দিনে ৫০ পরীক্ষার্থী অনুপস্থিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-৩০ ১৬:২৫:১২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৩০শে এপ্রিল শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
  তবে ১ম দিনেই এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট ৫০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
  জানা যায়, এসএসসিতে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২১জন পরীক্ষার্থীর মধ্যে ৮জন, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৮৯জন পরীক্ষার্থীর মধ্যে ১৬জন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮২৫জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসি ভোকেশনাল কেন্দ্রে (ভেন্যু আইডিয়াল গার্লস কলেজ) ৫৯৬জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে।
  এছাড়া পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে ৩১৯জনের মধ্যে ১৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাংশা শাহজুই কামিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে ২৮৮জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এসএসসি ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
  পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ৬টি কেন্দ্রের ৮টি ভেন্যুতে এসএসসি ও সমমানের ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ