ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পাংশায় মহান মে দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-০১ ১৬:৩৪:২৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১লা মে মহান মে দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়। হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ফঃ-১৪) পাংশা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
  জানা যায়, পাংশা রেলওয়ে স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করে পাংশা পুরাতন বাজার, দরগাতলা বাজার, থানা রোড ও উপজেলা সড়ক হয়ে পাংশা কালীবাড়ী তিন রাস্তা মোড়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সমবেত শ্রমিকরা।
  সমাবেশে সংগঠনের উপদেষ্টা ইদ্রিস আলী বাবু, রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাংশা উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রিপন সরদার ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের যৌক্তিক দাবি তুলে ধরেন।

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ