ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
খানখানাপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-০৫-০১ ১৬:৩৬:০৮

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়ন(রেজি-৩৫৭৮) এর উদ্যোগে আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
  গত ১লা মে খানখানাপুর রেলস্টেশন সংলগ্ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  আয়োজিত অনুষ্ঠানে খানখানাপুর, পাঁচুরিয়া ও আলীপুর ইউনিয়নের নির্মাণ শ্রমিকের প্রায় ২শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। সকাল ৭টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলণ করা হয়। এরপর অস্থায়ী কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী রেব হয়ে খানখানাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‌্যালী শেষে নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। 
  আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের খানখানাপুর আঞ্চলিক শাখার সভাপতি মোঃ গোলজার মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হানিফ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম ও কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম রতন প্রমুখ। 

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ