ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
স্কুল শিক্ষক মিজান হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল পাংশা॥বিক্ষুব্ধ শিক্ষকদের মানববন্ধন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-০১ ১৬:৩৬:৪৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার অশান্ত কলিমহর ইউপির হোসেনডাঙ্গা মধ্যপাড়া গ্রামে স্কুল শিক্ষক মিজানুর রহমান মিজান(৫০) হত্যাকান্ডের প্রতিবাদে এলাকা উত্তাল হয়ে উঠছে।
  উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষকরা গতকাল ১লা মে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সড়কে ১ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
  গতকাল ১লা মে দুপুর আড়াইটার দিকে নিহত মিজানুর রহমানের দীর্ঘদিনের কর্মস্থল পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রথম দফা জানাজা এবং বিকাল ৪টার দিকে কলিমহর ইউপির বসাকুষ্টিয়া খানকা মোড় গোরস্থান মাঠে দ্বিতীয় দফায় জানাযার নামাজ শেষে বসাকুষ্টিয়া খানকা মোড় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। 
  পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজে ইমামতি করেন পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম। বসাকুষ্টিয়া খানকা মোড় গোরস্থান মাঠে জানাযার নামাজে ইমামতি করেন বসাকুষ্টিয়া মধ্য পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিরুল ইসলাম। উভয় জানাযাতে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।
  জানা যায়, গত ৩০শে এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কলিমহর ইউপির হোসেনডাঙ্গা বাজারস্থ প্রিন্স ট্রেডার্স নামক নিজ দোকানের হালখাতা শেষে মোটর সাইকেল যোগে কলিমহর ইউপির ৭নং ওয়ার্ডের বসাকুষ্টিয়া নিজ গ্রামের বাড়ীতে যাওয়ার পথে হোসেনডাঙ্গা মধ্যপাড়া গ্রামের রাস্তার উপর অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মিজানুর রহমান। নিহত মিজানুর রহমান বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে। পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) ছিলেন তিনি।
  এদিকে, স্কুল শিক্ষক মিজানুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল ১লা মে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের সভাপতিত্বে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী শিকদার, সাজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন, মনিরুজ্জামান মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শামসুল হক প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা মিজানুর রহমান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উপস্থাপনা করেন পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। পাংশা-কালুখালী উপজেলার বিভিন্ন হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
  উল্লেখ্য, কয়েক বছর আগে কলিমহর ইউপির হোসেনডাঙ্গা চরপাড়া গ্রামের প্রীতিশ কুমার সরকার দুর্বৃত্তদের হাতে নিহত হন। সাম্প্রতিক সময়ে কলিমহর ইউপির প্রাণপুর গ্রামের আব্দুল মাজেদ মন্ডলের স্ত্রীর একটি চোখ দুর্বৃত্তদের গুলিতে নষ্ট হয়েছে। সন্ত্রাসী ও চাঁদাবাজীতে কলিমহর ইউনিয়ন অশান্ত হয়ে উঠেছে। জানমালের নিরাপত্তায় জনসাধারণ পালাক্রমে পাড়ায় পাড়ায় ও হাট-বাজারে পাহারার ব্যবস্থা করেছে। 

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ