প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক ও অর্থ সংকটে থাকা কৃষকের পাকা ধান কাটার কর্মসূচী হাতে নিয়েছে কৃষক লীগের নেতা কর্মীরা।
এরই ধারাবাহিকতায় গতকাল ৩রা মে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি অম্বলপুর এলাকায় দরিদ্র কৃষক ইব্রাহিম সরদারের তিন বিঘা জমির পাকা বোরো ধান কেটে বাড়ীতে পৌছে দেন তারা।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন বাবলু, জেলা কৃষক লীগের সদস্য নার্গিস বেগম, মাইনদ্দিন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক, মোঃ আমজাদ হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আবুল হোসেন মোল্লা, ছোট ভাকলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মাজেদ শেখ ও সাধারণ সম্পাদক কালাম সরদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী এ ধান কাটা কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
উপকারভোগী কৃষক মোঃ ইব্রাহীম সরদার বলেন, অর্থ ও কৃষি শ্রমিক সংকটের কারণে আমি আমার পাকা ধান কাটতে পারছিলাম না। এমন পরিস্থিতে তখন আমার তিন বিঘা জমির পাকা বোরো ধান কেটে দিলেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ। এতে আমি অনেক উপকৃত হয়েছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় গোয়ালন্দতে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া হলো। সারা জেলায় কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচী অব্যাহত থাকবে।