ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে বাল্য বিবাহ নিরোধ ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-১২ ১৩:৪২:৪২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ১১ই মে দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায়  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, সাংবাদিক গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বিশ^াস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু প্রমুখ বক্তব্য দেন।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ