ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী জেলার করোনা আপডেট
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-০৭ ১৪:৫৩:০৩

রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ৭ই সেপ্টেম্বর পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ফলোআপসহ মোট ১০ হাজার ৩৫৫টি স্যাম্পল(নমুনা) পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। 
  তার মধ্যে ফলোআপসহ ৩হাজার ২১জনের রিপোর্ট পজিটিভ ও ৭হাজার ৮৩জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ২৫১ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। মোট করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ২হাজার ৮০৭ জনের। আক্রান্তদের মধ্যে ১হাজার ৮৮৫জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৪ জন মারা গেছেন। বর্তমানে ২৫জন হাসপাতালে ও ৮৭৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাত্র ২৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলা থেকে ৬জন রোগীকে অন্য জেলায় স্থানান্তর এবং অন্য জেলা থেকে কোভিড-১৯ প্রমাণিত হয়ে সমানসংখ্যক ৬জন রোগী রাজবাড়ী জেলায় এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৩হাজার ২০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়, তাদের মধ্যে ২হাজার ৯৬৩ জনকে ইতিমধ্যে ছাড়পত্র প্রদান করা হয়েছে।      

 

বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে মতবিনিময়
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বর্ণাঢ্য অনুষ্ঠান
সর্বশেষ সংবাদ