ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ী শহরের হোটেল পার্কের সামনে থেকে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৩ ১৯:১৭:১০

রাজবাড়ী শহরের হোটেল পার্কের সামনে থেকে গতকাল ১৩ই মে বিকালে ১৫বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 এরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের এবিএম গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা (২৫) ও একই উপজেলার গোড়লা গ্রামের মোয়াজ্জেম ইসলামের ছেলে সুমন ইসলাম(২৫)।

ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ই মে বিকালে রাজবাড়ী শহরের হোটেল পার্কের সামনে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রেস স্টিকার লেখা একটি হিরো হাংক মোটর সাইকেল জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আবু সাইদ বিন মোস্তফার কাছ থেকে তার নিজনামীয় একটি দৈনিক সন্ধ্যা বাণী পত্রিকার প্রেস লেখা আইডি পাওয়া যায়। আবু সাইদ বিন মোস্তফা সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা মাদক আইনে মামলা করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ