ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-১৪ ১৪:৫৭:৩২

চলতি অর্থবছরে সমন্বয় চাষাবাদে প্রণোদনা কার্যক্রমের আওতায় গতকাল ১৪ই মে বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী ড. শাহ মোঃ ইউসুফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ বজলুর রহমান খান, উপজেলা কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার মিয়া, দেবগ্রাম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন মন্ডল, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ