ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দ উপজেলায় ৫দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-২২ ১৪:৫৯:১২

সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হচ্ছে।

গতকাল ২২ শে মে সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে ৫দিন ব্যাপী এ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহরিয়ার জামান সাবু প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ভূমিসেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সহজে ও স্বল্প সময়ে নির্ধারিত ফিতে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করবেন।

এছাড়া প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন হাট-বাজারে স্টল স্থাপন করে ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি রেকর্ড হালকরণ, নামজারিসহ বিভিন্ন বিষয়ে সেবা গ্রহীতাদের সহযোগিতা, অনলাইনে ভূমি সেবা সম্পর্কিত ধারণা প্রদান করা হবে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ