ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
বালিয়াকান্দিতে ৬৫জন প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-২৫ ১১:১৭:২৩

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় সাব প্রকল্পভুক্ত এলাকা সমূহে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের প্রদর্শনীভূক্ত ৬৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল ২৪শে মে বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে এসব কৃষদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

 এসময় কৃষি সম্প্রসারণ অফিসার হাসানুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলার ৪টি ইউনিয়নে প্রদর্শনীভূক্ত ২৪৩ কৃষককে এই উপকরণ প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় নবাবপুর ইউনিয়নের ৬৫জনকে এ উপকরণ প্রদান করা হলো। 

এসব উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সার, বীজ, জৈব সার, রাসায়নিক সার, বালাইনাশক ও ফেরেমন ফাঁদ। পর্যায়ক্রমে বালিয়াকান্দি, জামালপুর ও জঙ্গল ইউনিয়নে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

যারা দুর্নীতি করে, টাকা পয়সা লুটপাট করে আমার যুদ্ধ তাদের বিরুদ্ধে ঃ ব্যারিস্টার সুমন
পাংশা থানা পুলিশের অভিযানে নিখোঁজ দুই শিশু কুমিল্লার হোমনা থেকে উদ্ধার
আলীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র উঠান বৈঠক
সর্বশেষ সংবাদ