ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দির গড়াই নদীতে জেলের জালে ধরা পড়লো ১৪ কেজির রুই
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-০৫-২৭ ১৪:২৩:৩৮

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীতে জেলে জীবন হলদারের জালে ১৪ কেজি ওজনের এক রুই মাছ ধরা পড়েছে। 

  গতকাল ২৭শে মে বিকাল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা গড়াই নদীর উজানে মাছটি ধরা পড়ে। মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

  স্থানীয় সূত্রে জানা যায়, জেলে জীবন হলদার তার সঙ্গীদের নিয়ে দুপুরে মাছ ধরতে যায়। মরাবিলা খেয়া ঘাটের উজানে একই সাথে ৩টি দলে জাল ফেলে তারা। অন্য দুইটি জালে বড় মাছ ধরা না পড়লেও জীবনের হলদারের জালে মাছটি ধরা পড়ে।

  জীবন হলদার বলেন, আমরা প্রতিনিয়ত গড়াই নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে জাল ফেলেই বুঝতে পারি বড় মাছ জালে আটকেছে। পরে জাল উঠালে দেখি বিশাল আকারের একটি রুই মাছ। মাছটি ঘিকমলা বাজারে আনলে স্থানীয় কয়েক জন ১হাজার টাকা দরে মাছটি কিনে নিয়ে ভাগ করে নেয়।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ