ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদে নতুন অর্থ বছরের জন্য ১ কোটি ১২ লক্ষ টাকার বাজেট ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-২৮ ১৮:১৪:৫০

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১ কোটি ১২ লক্ষ ১৩ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

  গতকাল ২৮শে মে দুপুরে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান রতন। বাজেট সভায় সঞ্চালনা করেন ইউপি সচিব মোঃ আতিকুর রহমান।

  বাজেট সভায় সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  ইউপি সচিব মোঃ আতিকুর রহমান জানান, এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩২ লক্ষ ৯৭ হাজার ৩২০ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৪ লক্ষ ৩৬ হাজার টাকা। তবে বাজেটে গত অর্থবছরের চেয়ে কোন প্রকার বাড়তি কর আরোপ করা হয়নি।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ