ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশার বাহাদুরপুর ও হাবাসপুর ইউপিতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-০১ ০৪:১৭:২৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৩১শে মে বিকালে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। 

  ২০২২-২০২৩ অর্থ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এপ্রিল-মে ২মাসের পরিবার প্রতি ৪০ কেজি করে মোট ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।

  জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টায় প্রথমে হাবাসপুর ইউপিতে ও পরে বিকাল ৫টায় বাহাদুরপুর ইউপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত থেকে সুবিধাভোগী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

  হাবাসপুর ইউপি ঃ হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ক্ষেত্রসহকারী মোঃ রাশেদুজ্জামান ও ইউপি সচিব জাকির হোসেনসহ ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।

  বাহাদুরপুর ইউপি ঃ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ক্ষেত্রসহকারী মোঃ রাশেদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পঙ্কজ কুমার বিশ্বাস, ইউপি সচিব ইন্দ্রজিতসহ ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।

  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর উদ্বোধনের পর সংশ্লিষ্ট ইউপির ট্যাগ অফিসারদের উপস্থিতিতে উভয় ইউপিতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ