ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বাস্তবায়ন ও প্রচার সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০৬-০১ ০৪:২০:২১

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩১শে মে দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অবহিতকরণ, বাস্তবায়ন ও প্রচার সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

  সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা কনজুমার এসোসিয়েশনের(ক্যাব) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। 

  জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। 

  এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী জেলার সকল ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে এবং যারা ভোক্তাদের কাছে তাদের পণ্য বিক্রয় করছেন সেসব ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতন করতেই আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে। 

  তিনি বলেন, আমরা যে যেই পেশাই কাজ করি না কেন, মূলত আমরা সকলেই ভোক্তা। কারণ আমাদের সকলকেই নিজেদের ও পরিবারের চাহিদা মেটাতে অন্য পণ্যের জন্য যা আমি তৈরী বা উৎপাদন করি না কেন তার জন্য অন্য জনের উপর নির্ভর করতে হয়। সুতরাং আমাদের উচিত আমরা যে যেই পন্য উৎপাদন করি বা বাজারজাত করি বা অন্যের তৈরীকৃত পণ্য বিক্রি করি সেটার গুনগত মান ঠিক আছে কিনা, ভেজাল মুক্ত কিনা, মেয়াদ আছে কিনা বা খাদ্য পণ্যের ক্ষেত্রে পণ্যটি খেলে শরীরের কোন ক্ষতি হতে পারি কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে পণ্যটি ভোক্তার কাছে বিক্রি করা। আর যদি এই জিনিসগুলে নিশ্চিত না হয়ে কোন ব্যবসায়ী পণ্যটি ভোক্তার কাছে বিক্রি করে সে ক্ষেত্রে আমরা সকলেই এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ একজন বিক্রেতা তার চাহিদার অন্য পণ্যের জন্য আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনতে হচ্ছে। সেক্ষেত্রে যদি ঐ ব্যবসায়ী তাকে ভেজাল পণ্য দেয় তবে সে ও তার পরিবারের সকলে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের সকলেরই সকল পণ্যের সম্পর্কে জেনে তার মান ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করে ভোক্তার কাছে বিক্রি করা উচিত। যদি কোন ক্রেতা সেই কাজটি না করে ভেজাল পণ্য বা অন্য যে কোনভাবে ভোক্তাকে ঠকায় তবে তার ক্ষেত্রে এই আইনের প্রয়োগ করা হয়। সুতরাং আমাদের সকলকে এ ব্যাপারে অধিক জনসচেতনা গড়ে তোলার মাধ্যমে আমাদের ভবিষ্যত প্রজন্মকে ভেজাল খাদ্যদ্রব্যের অভিসাপ থেকে মুক্ত রাখতে সকলকে সম্মেলিতভাবে কাজ করতে হবে। যাতে আমরা সকলে মিলে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুন্দর স্মার্ট বঙ্গবন্ধুর উন্নত সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি।

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ