ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৬-০২ ০৪:০৮:২৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭) উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১লা জুন বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

  সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা স্কাউটের সম্পাদক পারভীন আক্তার, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, দেবগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তর প্রধান, ক্রীড়া শিক্ষকগণরা উপস্থিত ছিলেন।

  সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ৭ই জুন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেনাপচা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক(অনূর্ধ্ব-১৭) পর্যায়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে উজানচর ও দৌলতদিয়া, ছোটভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। 

  আগামী ১৪ই জুন এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে খেলা সম্পন্ন করতে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের পাশাপাশি উপজেলা পর্যায়ে ৪জন সরকারী কর্মকর্তা, আইন-শৃঙ্খলার দায়িত্বে গোয়ালন্দ ঘাট থানার ওসি এবং স্বাস্থ্য সুরক্ষায় একটি মেডিকেল টিম গঠন করা হয়।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ