ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
গোয়ালন্দে বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-০২ ০৪:০৯:২৭

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় গতকাল ১লা জুন গোয়ালন্দ উপজেলার প্রপার হাই স্কুল মাঠে বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

  উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪টি দলে ৪৮ জন বালিকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

  প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় ২-১ গোলে চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন রনি উপস্থিত ছিলেন।

  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, খেলোয়াড় ও দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতা সফলভাবে সমাপ্ত হয়েছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ