অসুস্থ রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক শেখ মোঃ উজ্জলের পাশের দাঁড়িয়েছে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ।
তিনি বেশ কয়েকমাস যাবত নিউরো রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে রয়েছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের আঃ ছালাম শেখের ছেলে।
গতকাল ২রা জুন বিকালে অসুস্থ উজ্জলের বাড়ীতে যায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী। এ সময় তারা অসুস্থ উজ্জলের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়াসহ তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য এ সহযোগিতা করেন তারা।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ ফকির, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক মোঃ হিরু মৃধা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল আমিনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।