ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ॥কনের পিতা ও বরকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-০২ ১৪:৪৩:৪১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণীর একস্কুল ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। 
  বাল্য বিবাহটি বন্ধ করাসহ বর ও কন্যার পিতাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
  জানা যায়, গতকাল ২রা জুন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের ৯ম শ্রেণীর ওই ছাত্রীর(১৬) এর সাথে একই ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের আবু তালেব মন্ডলের ছেলে অটোগাড়ী মেকার রুবেল মন্ডল(২৪) এর বিয়ের দিন ধার্য্য ছিল। সকাল থেকেই বিয়ের সব আয়োজন চলছিল।
  জুম্মার নামাজের পর কন্যার বাড়ীতে চলেও আসে বর ও বর যাত্রীরা। বিকাল ৩টার দিকে বাল্য বিয়ের খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান হাজির হন কনের বাড়ীতে। এ সময় কনে এবং বরের বয়স পরীক্ষা নিরীক্ষা করে কনের বয়স ১৬ বছর হওয়ায় বাল্য বিবাহটি বন্ধ করাসহ কনের পিতাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একই সাথে কনের পিতা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না বলে মুচলেকা নেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ