ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
ইসলামপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রদর্শনীর আওতায় মাঠ দিবস
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-০৪ ১৪:৩৪:৩৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুরে ২০২২-২৩ অর্থ বছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৪ঠা জুন বেলা ১১টায় রাজধরপুর মোল্লাবাড়ী প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসূল ও ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ সাখাওয়াত হোসেন বক্তব্য দেন।

  অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন সরদার।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ