ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশায় চন্দনা নদীর উপর ৩৭ মিটার দৈর্ঘ্যরে ব্রিজ নির্মাণ কাজ এগিয়ে চলছে
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-০৪ ১৪:৩৬:২৫

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানের পাশে চন্দনা নদীর উপর ৩০ মিটার চেইনেজ ৩৭ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। 

  এই ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। ব্রিজটি নির্মাণের ফলে পাংশা শহরের তথা উপজেলা হেড কোয়াটারের সাথে পারনারায়নপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ দূর হবে।

  জানা যায়, ২ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গতকাল ৪ঠা জুন নির্মাণাধীন ব্রিজের পায়ার পাইল ক্যাপ ঢালাই সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে পায়ার ঢালাই, এ্যাবাডমেন্ট ঢালাই এবং স্লাব ঢালাইসহ আনুষঙ্গিক কাজ শেষে ব্রিজ ব্যবহারের উপযোগী হবে। স্পেসিফিকেশন মোতাবেক চলতি বছরের নভেম্বরের মধ্যে ব্রিজ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা।

  পাংশার ঠিকাদার ইদ্রিস আলী মন্ডল ও তপন রায় জানান, এলজিইডির তত্ত্বাবধানে স্পেসিফিকেশন মোতাবেক ব্রিজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। চলতি বছরের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হলে জনসাধারণ ব্রিজের সুবিধা ভোগ করবেন। 

  তারা বলেন, ব্রিজটি নির্মাণের ফলে একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে অপর দিকে অত্র এলাকার মানুষের দীর্ঘ দিনের জনদুর্ভোগ দূর হবে। 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ