ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-০৫ ১৮:০৫:১২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ই জুন সকালে “প্লাস্টিক দুষণ সমাধানে, সামিল হই সকলে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
  পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোমা প্রামানিক, পাংশা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মোত্তালিব আলী প্রমূখ বক্তব্য রাখেন।
  বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে “প্লাস্টিক দুষণ সমাধানে, সামিল হই সকলে” প্রতিপাদ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের কার্যকরী ভূমিকা রাখার আহবান জানানো হয়।
  পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী হিরা রানী সাহা, বাহাদুরপুর আহম্মদ আলী মোল্লা এতিম প্রতিবন্ধী বিদ্যালয়ের সহসভাপতি কাজল মাহমুদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ