চোরাই চাল নিয়ে পালানোর সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে গত ১২ই জুন দিনগত রাত সাড়ে ১২টার দিকে মাহেন্দ্র চালকসহ ৩জনকে পুলিশ গ্রেফতার ও মাহেন্দ্র থেকে ১১ বস্তা(২৭৫ কেজি) চাল জব্দ করা হয়েছে।
গ্রেফকৃতরা হলো- রাজবাড়ী শহরের কাহার পাড়া গ্রামের রাব্বি আহম্মেদ(২৪), গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল এলাকার মেহেদী হাসান ওরফে রাব্বী মন্ডল(২৮) ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের চাদাই শেখের ছেলে রাকিব শেখ(২৭)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১২ই জুন দিনগত রাতে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেক পোষ্ট বসানো হয়। রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাট গামী একটি মাহেন্দ্রকে থামানোর সংকেত দিলে মাহেন্দ্র গাড়ী ফেলে উল্লেখিতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হলেও ১জন পালিয়ে যায়।
এরপর মাহেন্দ্র গাড়ীতে থাকা ১১ বস্তা চাল সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা রাজবাড়ী শহরের শ্রীপুর থেকে চুরি এনেছে বলে স্বীকার করে। সব মিলে মোট ১১ বস্তায় ২৭৫ কেজি চাউল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার ৬২৫ টাকা।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে গতকাল ১৩ই জুন গোয়ালন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।