ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-১৩ ১৫:৪৩:২৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট।

  গতকাল ১৩ই জুন বিকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। 

  ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ^াস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশাহ আলমগীর ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

  উদ্বোধনী খেলায় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে নবাবপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় জামালপুর ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে ইসলামপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। অপর খেলায় ট্রাইবেকারে বহরপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ৩-১ গোলে নারুয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ