ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাহাদুরপুর একাদশ চ্যাম্পিয়ন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-১৪ ১৫:১১:২৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল ১৪ই জুন বিকালে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বালক (অনূর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

  নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়ায় টাইব্রেকারে যশাই ইউপি ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাহাদুরপুর ইউপি ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল বাহাদুরপুর ইউপি ফুটবল একাদশ ও  রানার্সআপ দল যশাই ইউপি ফুটবল একাদশকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ।

  জানা যায়, গতকাল বুধবার বিকালে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেন বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা ছাত্র লীগের সভাপতি কামাল আল মামুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, গত ৯ই জুন বিকালে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বালক (অনূর্ধ্ব-১৭)’র উদ্বোধন করা হয়। খেলা পরিচালনা করেন ধানুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ফুটবলার মোঃ শাজাহানুল হক জুয়েল। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সায়েদুল ইসলাম।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ