বাই সাইকেল চুরির অভিযোগে দুই চোরকে আটকের দুই ঘন্টা পর চুরি হওয়া দুইটি বাই সাইকেল উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ
আটককৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়ার গোলাপ শেখের ছেলে মিজান শেখ(২৯) ও কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত শামজুদ্দিন শেখের ছেলে সাইদুল ইসলাম শেখ(৪০)। সাইদুল বর্তমানে গোয়ালন্দ মোড় কোরমানের বাড়ীর ভাড়াটিয়া।
থানা পুলিশ জানায়, গোয়ালন্দ বাজার এলাকা থেকে গত ১৫ই জুন দুটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই দিনই গোয়ালন্দ ঘাট থানায় উল্লেখিত ২জনকে আসামী করে মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর বিকেল ৫টার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে সাইদুল ইসলাম ও মিজান শেখকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চোরাই বাইসাইকেল দুটি উদ্ধার করা হয়।