ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে গৌর নিতাই জগন্নাথ মন্দিরের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-২১ ১৩:৩৪:৪৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোলে শ্রী শ্রী গৌর নিতাই জগন্নাথ মন্দিরের আয়োজনে গতকাল ২০শে জুন জগন্নাথ বলদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

  এ উপলক্ষে শ্রী শ্রী গৌর নিতাই জগন্নাথ মন্দিরে ভোগ, কীর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সাহার সভাপতিত্বে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, ওজোপাডিকো’র প্রকৌশলী বাপ্পি দাস ও বালিয়াকান্দি থানার এসআই পল্লব সরকার প্রমুখ বক্তব্য দেন।

  পরে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। রথযাত্রায় বালিয়াকান্দির বিভিন্ন স্থানের ৫শতাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করে।

  এছাড়া বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ