রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মালিয়াট রাধা মদনমোহন জিউ মন্দিরের আয়োজনে গতকাল ২০শে জুন বিকালে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মালিয়াট মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রাটি বের হয়ে মালিয়াট ব্রীজ সংলগ্ন মট পর্যন্ত এসে শেষ হয়। রথযাত্রায় বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী ভক্ত বিন্দু অংশগ্রহণ করে।
সেবাইত দিবাকর গোস্বামী, শ্রী প্রবোধ গোস্বামী, শিবু গোস্বামী, কাঞ্চন গোস্বামী, নারায়ণ গোস্বামী, রবীন্দ্রনাথ গোস্বামী, গোপাল গোস্বামী, স্বপন গোস্বামী, পরিচালনায় নির্মল কুমার সাহা, যাদব দত্ত, তনয় চক্রবর্তী শম্ভু, রনজয় কুমার বসু ও জগন্নাথ দত্ত রথযাত্রা পরিচালনা করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস, এসআই বিনয় সরকার ও এসআই প্রদীপ চন্দ্র সরকারসহ অন্যান্য পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।