ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দৌলতপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ৩জন গ্রেপ্তার
  • কুষ্টিয়া প্রতিনিধি
  • ২০২০-০৯-১০ ১৬:৫১:০৭
র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গতকাল ১০ই সেপ্টেম্বর দৌলতপুর উপজেলার খাসমথুরাপুর এলাকা থেকে ১৫৬ বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাসমথুরাপুর এলাকা থেকে ১৫৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।   গতকাল ১০ই সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-খাসমথুরাপুর গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে হানিফ মিয়া(৪৫), রবি মোল্লার ছেলে জনি মোল্লা(২২) এবং একই উপজেলার দারেরপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে চঞ্চল হোসেন(২৫)। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব তাদেরকে দৌলতপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ