ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলার ২৬ জন চিকিৎসক ও জরুরী সেবায় নিয়োজিত ৫ জনের জন্য পিপিই সরঞ্জাম (৫৭টি গাউন, ৫২টি এন-৯৫ মাস্ক, ৬২টি কে.এন মাস্ক, ৩১টি গগলস ও ৩১টি ফেস শিল্ড) দিয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম। সম্প্রতি ‘ট্রিড’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিনি এই পিপিই সরঞ্জামগুলো হস্তান্তর করেন।