ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
পাংশায় ভোক্তা অধিকারের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-২৬ ০২:০২:০৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে গতকাল ২৫শে জুন পাংশা পুরাতন বাজারে বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  প্রতিষ্ঠানগুলো হলো- পাংশা পুরাতন বাজারের অংকিতা দধি ভান্ডার, মোল্লা ফার্মেসী, মেসার্স আয়েশা ফার্মেসী ও মন্ডল ফার্মেসী।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে অংকিতা দধি ভান্ডারকে ৫হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মোল্লা ফার্মেসীকে ৫হাজার টাকা, একই অপরাধে মেসার্স আয়েশা ফার্মেসীকে ৫হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে মন্ডল ফার্মেসীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ