ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
কালুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ বিতরণ
  • ফজলুল হক
  • ২০২৩-০৬-২৭ ০৩:০৮:১৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৬শে জুন দুপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন(হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়েছে।

  উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব কৃষকদের সময় মত এ বীজ বপনের কথা বলেন। কেউ অযত্নে অবহেলায় যেন এ বীজ ফেলে না রাখে। অধিক ফসক ফলানোর জন্য সরকার এ পদক্ষেপ নিয়েছেন। 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ