করোনা মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনা সদস্যদের বিভিন্ন তৎপরতা অব্যাহত রয়েছে। টহল জোরদারকরণ, ত্রাণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো, সচেতনতামূলক প্রচারণা, মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিংসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা ।