ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশায় জামায়াতের সাবেক সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা খালেক ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৭-০৩ ০৪:১২:৪৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে গতকাল ২রা জুলাই বিকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

  গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকির(৭৪) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র সন্তান, ১ভাই ও ৩বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  জানা যায়, কুড়িপাড়া গ্রামের মরহুম আজিম উদ্দিন ফকিরের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকির পাংশা শহরের মৈশালা দারুল উলুম মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী ছিলেন।

  গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বাড়ীর অদূরে পারিবারিক গোরস্থান সংলগ্ন মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকিরের গার্ড অব অনার প্রদান করা হয়।   

  পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে গার্ড অব অনার পরিচালনা করেন রাজবাড়ী পুলিশ লাইন্সের এএসআই সেলিম মিয়া। গার্ড অব অনারের আগে পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকিরের কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। 

  এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকিরের কফিনে রজনী গন্ধা ফুলের স্টিকার প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে।

  গার্ড অব অনারের পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ফকিরের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুল গাফফার।

  রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিম উজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মনজুর রহমান, বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, মৈশালা দারুল উলুম মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুস সোবহান, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ