রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে আসাদ টেলিকম মোবাইলের দোকানে চুরির ঘটনায় গত ২রা জুলাই রাতে সাব্বির খা(১৬) নামের এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে।
এ সময় তার কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন ব্রান্ডের ৩টি মোবাইল ফোন, ১টি ট্যাপ ও ১টি ডিএসএলআর ক্যানন ক্যামেরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির খা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বংকুর গ্রামের জাহাঙ্গীর খার ছেলে।
গত ৩১শে জুন দিনগত রাতে আসাদ টেলিকমের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এ চুরির ঘটনায় গত ২রা জুলাই সকালে আসাদ টেলিকমের মালিক আসাদুজ্জামান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, অভিযোগ দায়েরের পর গত ২রা জুলাই রাতেই এসআই রাজিবুল ইসলাম রাজীব, এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বংকুর গ্রামে নিজবাড়ী থেকে সাব্বির খাকে গ্রেফতার করাসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করে। গতকাল ৩রা জুলাই সাব্বির খাকে আদালতে প্রেরণ করা হয়।