রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, রামকান্তপুর ও বানিবহ ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের ৪নং সদস্য মোঃ নাজমুল হাসান মিন্টু।
গতকাল ১৩ই মে সকালে আলীপুরে, দুপুরে রামকান্তপুরে ও বিকেলে বানীবহে দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাঈনুল হাসান তুষার, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ১কেজি ডাল, আধা লিটার তেল ও একটি সাবান।
জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের জন্য জেলা পরিষদ তহবিল থেকে ক্রয়কৃত এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।