ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ায় ঢাকাগামী বাস থেকে ফেনসিডিলসহ এক যাত্রী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-০৭ ০১:৩৮:৩৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে গতকাল ৬ই জুলাই সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ১২ বোতল ফেনসিডিলসহ শামীম রেজা ওরফে মাসুদ(২৯) নামে এক বাসযাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। সে চুয়াডাঙ্গা জেলা সদরের মাঝের পাড়া শংকর চন্দ্র এলাকার ফজলুল হকের ছেলে।

  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, শামীম রেজা ওরফে মাসুদ যাত্রীবেশে ফেনসিডিল বহন করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ১২ বোতল ফেনসিডিলসহ শামীম ওরফে মাসুদকে গ্রেফতার করা হয়।

  এ বিষয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ