ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
পাংশায় “আমাদের আলোয় আমরা” কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৭-০৭ ১৪:৪০:৫১

রাজবাড়ী জেলার লেখকদের স্বরচিত কবিতায় “আমাদের আলোয় আমরা” কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে গতকাল ৭ই জুলাই বিকালে পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে ও পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে “আমাদের আলোয় আমরা” প্রকাশিতব্য কাব্যগ্রন্থের সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

  সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এসএম কায়কোবাদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, কাব্য পারের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম, কবি মোঃ এবাদত আলী সেখ, শেখ মুন্নু বাংলাভাষী, মোঃ শামীম মোল্লা, হিমাংশু কুন্ডু রকেট, রুহুল আমিন সজল, বিকর্ণ কুমার মন্ডল, রোকেয়া রহিম, সন্ধ্যা রানী কুন্ডু ও সুমী খন্দকার প্রমূখ উপস্থিত ছিলেন।

  সভায় উপস্থিত লেখকরা “আমাদের আলোয় আমরা” কাব্যগ্রন্থের জন্য স্বরচিত কবিতা জমা দেন। কাব্যগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে জুলাই মাসের মধ্যে স্বরচিত কবিতা দিয়ে সহযোগিতা কামনা করেন সরদার জাহাঙ্গীর আলম।

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ