রাজবাড়ী শহরের কলেজপাড়া বনানী সংঘের আয়োজনে গতকাল ১৪ই নভেম্বর বিকেলে কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কলেজপাড়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কলেজপাড়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক শাহ্ নেওয়াজ মাহমুদ খুররমের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সমাজসেবক মোশাররফ হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ নুরুল হক আলম, জুয়েলার্স মালিক ও সমাজসেবক জয়দেব কর্মকার, বনানী সংঘের সাবেক সভাপতি মোকছেদ আলী আনসারী, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ মজনু ও তৌহিদুল ইসলাম তুহিন, বনানী সংঘের সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রইচ মন্ডল, সাবেক সদস্য আব্দুল মান্নান মান্না ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন পলাশ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ফাইনাল খেলায় লাল সূর্য সংঘ ক্লাব ও মর্নিং স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় বিনোদপুর লাল সূর্য সংঘ ক্লাব ২ গোলে মর্নিং স্টার ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এ মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছিল।


