ঢাকা শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
রাজবাড়ীতে টাইফয়েডের টিকা নিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬০৭জন॥জেলায় সাফল্য ৯০ শতাংশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-১৪ ১৪:৫০:৫৮

রাজবাড়ীতে মাসব্যাপী বাস্তবায়িত সরকার কর্তৃক বিনামূল্যে প্রদত্ত টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে জেলায় ২ লাখ ৭৯ হাজার ৬০৭ জনকে দেওয়া হয়েছে টাইফয়েডের টিকা। জেলায় গড় সাফল্যর হার ৯০ শতাংশ।
 গতকাল ১৪ই নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ।
 জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ই অক্টোবর টাইফয়েড ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়। শেষ হয় গত ১৩ই নভেম্বর। মাসব্যাপী বাস্তবায়িত এই কর্মসূচিতে রাজবাড়ী জেলায় বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৩ লাখ ১১ হাজার ৭২১ জনকে। এর মধ্যে কমিউনিটিতে ৯৯ হাজার ১৩৩ জন ও স্কুল পর্যায়ে ২ লাখ ১২ হাজার ৫৮৮ জনকে।
 জেলায় মাসব্যাপী বাস্তবায়িত এই কর্মসূচিতে কমিউনিটিতে টিকা নিয়েছে ৯৬ হাজার ৩৬ জন বাচ্চা ও স্কুল পর্যায়ে নিয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭১ জন শিশু। কমিউনিটিতে টাইফয়েডের টিকা প্রদানের সাফল্যর হার ৯৭ শতাংশ ও স্কুল পর্যায়ে সাফল্যের হার ৮৬ শতাংশ। জেলায় গড়ে টাইফয়েডের টিকা নিয়েছে ৯০ শতাংশ শিশু। মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হয়।
 সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, সকলের সহযোগিতায় রাজবাড়ীর টাইফয়েড টিকা প্রদান এর হার ৯০ শতাংশ। মোট ২ লক্ষ ৭৯ হাজার ৬০৭ জনকে টিকা দেয়া হয়েছে এবং এর মাঝে কারো কোন রকম শারিরীক অসুস্থতা বা সমস্যা দেখা যায় নি। জন্মসনদ নেই এমন শিশুদেরও এই টিকা দেওয়া হয়েছে।
 উল্লেখ্য, ঢাকা বিভাগে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদানে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৭৯ লাখ ৪ হাজার ৭৫৬ জন শিশুকে। টিকা নিয়েছে ৯৭ লাখ ৫ হাজার ৫১৩ জন শিশু। ঢাকা বিভাগে সাফল্যের হার ৯০ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। তারা টার্গেটের থেকেও বেশি বাচ্চাকে টিকা দিয়েছে। তাদের সাফল্য ১০২ শতাংশ। এছাড়াও ফরিদপুর ও গাজীপুর জেলা যৌথ ভাবে এগিয়ে রয়েছে। তারা ৯৯ শতাংশ কাভার করেছে।

 

রাজবাড়ীতে টাইফয়েডের টিকা নিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৬০৭জন॥জেলায় সাফল্য ৯০ শতাংশ
কলেজপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লাল সূর্য সংঘ চ্যাম্পিয়ন
 জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ