ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দৌলতদিয়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ২জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-১২ ০৫:৪২:১০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে গত ১০ই জুলাই রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬০ পুড়িয়া হেরোইন নারী মাদক বিক্রেতা রোকেয়া বেগম(৪৬) ও গতকাল ১১ই জুলাই সকালে ৪শত পিস ইয়াবাসহ আরেক মাদক বিক্রেতা রাসেল আহম্মেদকে গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃত নারী মাদক বিক্রেতা রোকেয়া বেগম উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা (সালমা বাড়ীওয়ালীর ভাড়টিয়া) ও তমেজ মিয়ায় মেয়ে এবং রাসেল আহম্মেদ সিরাজগঞ্জ জেলা সদরের পাঁচঠাকুরি এলাকার আব্দুল সালামের ছেলে। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকবিরোধী অভিযানে গত ১০ই জুলাই রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৬গ্রাম হেরোইনসহ হাতে নাতে নারী মাদক বিক্রেতা রোকেয়া বেগমকে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য৬০ হাজার টাকা। 

  এছাড়া গতকাল ১১ই জুলাই সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে ৪শত পিস ইয়াবা, ১টি মোবাইল ও মাদক বিক্রিত ২হাজার টাকাসহ রাসেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

  এ বিষয়ে গোয়ালন্দ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ