ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৭-১২ ১৬:৩৪:৪৯

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ১২ই জুলাই দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ফজলুল হক সরদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রুবাইয়াত ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ লতিফুর রহমান, রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ, বালিয়াকান্দি মৎস্য খামারের ব্যবস্থাপক বনি আমিন পিয়াল ও রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলার বিভিন্ন মৎস্য খামারের মৎস্যজীবী ও মৎস্য চাষীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, আগামী ২১শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে।

গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস
নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩বিচারপতি
জাতিসংঘ সাধারণ পরিষদে ৬ই জুলাই ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ প্রস্তাব গৃহীত
সর্বশেষ সংবাদ